ফাঁস হলো সনি এক্সপেরিয়া ৫ II এর প্রোমো ভিডিও

৬ সেপ্টেম্বর, ২০২০ ০৪:০৯  
আগামী ১৭ সেপ্টেম্বর সনি তাদের নতুন ফোন এক্সপেরিয়া ৫ II উন্মোচনের দিনক্ষণ নির্ধারণ করেছে। তবে ইতিমধ্যেই ফোনটির প্রায় সব তথ্যই প্রকাশ পেয়েছে, বিশেষ করে স্পেসিফিকেশন ও প্রধান ফিচারগুলো। আর ফাঁস হওয়া প্রোমো ভিডিওতে এসব নিশ্চিত করেছে। খবর জিএসএম এরিনা। ফোনটিতে মাল্টিমিডিয়া ও গেমিং সক্ষমতাতে বেশি নজর দেয়া হয়েছে। ফোনটিতে এতোটাই বৈচিত্রতা আনা হয়েছে যে এতে জনপ্রিয় সব সিনেমা ও মিউজিক অনায়াসেই ও স্বাচ্ছন্দে দেখা যাবে। ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ২৪০ হার্টজের টাচ সংবেদনশীল সময়। এছাড়া রয়েছে ডুয়াল ফ্রন্ট-ফেসিং স্টেরিও স্পিকার, গেমিং সহায়ক সফটওয়্যার যা গেমিং চলাকালীন ফোন দারুন সব নিয়ন্ত্রণে সহায়তা করবে। রয়েছে ৩.৫ এমএম অডিও জ্যাক। তাই বলে ফোনটিতে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে কম নজর দেয়া হয় নাই। থাকছে ১২০ এপিএসে স্লো মোশন ফোরকে ভিডিও ধারণের সুযোগ। ডিবিটেক/বিএমটি